ইপেপার / প্রিন্ট
ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম বাবুল-এর পক্ষে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত পল্লীবেড়া ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাউলীবেড়া ইউনিয়ন বিএনপির নেতা রাবু খানের সঞ্চালনায় ও ফরিদপুর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোঃ রবিউল হাসান রনি জোয়ার্দার সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুকুজ্জামান ছোট্ট, সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম, যুগ্ম সম্পাদক এম ও এম. তৈমুর লঙ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বিটু মুন্সী , গণ্যমান্য, সাংবাদিক ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় প্রধান অতিথি বক্তব্যে ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা বলেন, “কাউলিবেড়ার যুবকদের ভালোবাসায় আমি অভিভূত। আগামী নির্বাচনে যদি নৌকা না আসে, তাহলে একবার ধানের শীষে ভোট দিয়ে শহিদুল ইসলাম বাবুলকে সুযোগ দিন।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব নিরসন ও শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
পরিশেষে আইয়ুব আলী মোল্লা শহিদুল ইসলাম বাবুলের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সবার সমর্থন কামনা করেন।