1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

আপনাদের পাশে থেকে খেদমত করে যেতে চাই – মিজানুর রহমান মোল্লা

দৈনিক স্বাধীনতার কন্ঠ অনলাইন ডেস্ক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

আপনাদের পাশে থেকে আপনাদের
খেদমত করে যেতে চাই, আপনাদের ভালোবেসে যেতে চাই এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমিও ভাল থাকতে চাই বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। শুক্রবার বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাড়ৈর হাটে এক জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ খেলাফত মজলিস কৃষ্ণপুর ইউনিয়ন শাখার উদ্যোগে জনশক্তি সমাবেশের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি আরও বলেন- আপনাদের সোনার ছেলেরা যাতে আগামী দিনে নেশাগ্রস্থ না হয়, মাদকের মধ্যে না যায়, বিভিন্ন অপকর্মে না জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী। আর ইসলামী শাসন ব্যবস্থায় দেশ গড়ার স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিসের কোন বিকল্প নেই।

তিনি বলেন, বিগত দিনে যারা সরকারে ছিলো তারা জনগনের জন্য যে বরাদ্দ দিয়েছিলো তা আপনাদের কাছে সঠিক ভাবে পৌছেনি। আপনাদের ঘর পর্যন্ত পৌছানোর আগেই তা শেষ হয়ে গেছে। বাংলাদেশ খেলাফত মজলিশ যদি সরকার গঠন করতে পারে তাহলে আপনাদের পাওনা আপনারা সঠিকভাবে পাবেন, এতে কোন সন্দেহ নাই।

বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আরাফাত হোসাইন প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী, সমর্থকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে মাওলানা মিজানুর রহমান মোল্লা বাজারের ব্যবসায়ী, আগত ক্রেতা, ভ্যান চালক, অটো চালকসহ সকল পর্যায়ের মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep   Nov »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট