1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

ভাঙ্গায় ভরিলহাট মাদ্রাসা কর্মচারীকে জড়িয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৈনিক স্বাধীনতার কন্ঠ অনলাইন ডেস্ক

আব্দুল মান্নান,
ভাঙ্গা প্রতিনিধি- সংবাদদাতা-

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভরিলহাট দাখিল মাদ্রাসার কর্মচারী সেলিনা আক্তার ও ঐ প্রতিষ্ঠানকে জড়িয়ে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার সন্ধ্যার পর ভাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সেলিনা আক্তার। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামীর পৈতৃক ও আমার স্বামীর ক্রয়কৃত জায়গা জমি নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে আপন দেবর, ভাসুর জাফর মাতুব্বার ও তার ছেলে নুর ইসলাম স্থানীয় জনৈক দুই সংবাদ কর্মীকে সাথে নিয়ে আমাকে ও আমার কর্মস্থল ভরিলহাট দাখিল মাদ্রাসাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। বিষয়টি আমি ও আমার প্রতিষ্ঠান জানার পরে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি ঐ মাদ্রাসার কর্মরত ও আমার স্বামী একজন কুয়েত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। আমার স্বামী গত ২৭/০২/২০০৬ তারিখে ৯৭৯ নম্বর দলিল মুলে ক্রয়কৃত জমিতে আমার দেবর, ভাসুর তার ছেলেরা জবর দখল করে ঘর নির্মান করে। আমি বাঁধা দিলে আমাকে প্রান নাশের হুমকি দেয়। পরে এঘটনায় আমি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ফরিদপুরে ১৪৪ ধারায় মামলা করি। আদালতের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। পুলিশ ও আদালতের নির্দেশ অমান্য করে বিবাদী নুর ইসলাম ও তার বাবা জাফর মাতব্বর জোর করে আবারও ঘর নির্মাণ করছে । আমি বাঁধা দিলে আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় এবং আমার নামে ফেসবুকে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালায় তাছাড়া দাখিল মাদ্রাসার বিরুদ্ধে নুর ইসলাম কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করে। আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভরিলারহাট দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন, দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নিজামউদ্দিন সহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগন । তারা অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করবেন বলে উল্লেখ করেন। এবং বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep   Nov »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট