ইপেপার / প্রিন্ট
সোহাগ মাতুব্বর, (ভাঙ্গা) ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে দশম শ্রেনী একাদশ অষ্টম শ্রেনী একাদশ কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় সরকারি কাজী মাহাবুব উল্ল্যাহ্ বিশ্ববিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্মেন্ট এর আয়োজন করা হয়।
ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কে.এম শিহান এর সঞ্চালনায় ও ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলের প্রধান শিক্ষক ঈসমাইল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি কাজী মাহবুব উল্লাহ্ বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ সরোয়ার হোসেন এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান আলমগীর। বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা পৌর শাখার ৩ নং ওয়ার্ডের সভাপতি শাহজান মুন্সী। ম্যানেজিং কমিটির সদস্য মো. হাফিজ আহমেদ ও সবুজ মাতুব্বার। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক হাফিজা আক্তার মিতু , তিশা রহমান, সিনথিয়া আক্তার, শিলা আক্তার ও মাহিন আহমেদ।
এসময় ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ পরিচালনা করেন সহকারী শিক্ষক দীলিপ কুমার। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মেডেল ট্রফি ও উপহার হিসাবে বৃক্ষ প্রদান করা হয়।