ইপেপার / প্রিন্ট
স্টাফ রিপোর্টর মোহাম্মদ শাহাদাত হোসেন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং বিএসটিআই অনুমোদনহীনভাবে বেকারী পরিচালনায় লতিফ শাহ ফাস্ট ফুড এন্ড বেকারীর ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম কে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর ৪৩ ধারা লঙ্ঘনে ২০,০০০/= টাকা জরিমানা করা হয়। এছাড়া, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করায় মালিগ্রাম বাজারে মিষ্টির দোকানদার কৃষ্ণ কুন্ডুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘনে ৫০০০/= টাকা জরিমানা করা হয় ।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ সাদরুল আলম। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: গোলাম মওলা উপস্থিত ছিলেন, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারি কমিশনার ভূমি সাদরুল আলম বলেন, “ভাঙ্গা উপজেলার প্রতিটি হাটবাজারে কোন প্রকার অনিয়ম দূর্নীতি থাকবে না, যেখানে অনিয়ম-দুর্নীতি পাওয়া যাবে সেই হাটবাজারে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, শুধু তাই নয় প্রতিটি মিষ্টির দোকান খাবার রেস্টুরেন্ট ফুটপাত সহ সকল বিষয় ক্ষতিয়ে দেখা হবে যদি কেউ আইন-শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে তাহলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে “।