1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

ফরিদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ

দৈনিক স্বাধীনতার কন্ঠ নিউজ ডেস্ক:

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর:

শারদীয় দুর্গাপুজা- ২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক), ঢাকা রেঞ্জ , মোহাম্মদ সুলাইমান পিপিএম।

শারদীয় দুর্গাপুজা- ২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার ফরিদপুর জেলার কোতয়ালী এবং মধুখালী থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক), ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি মহোদয় পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং পূজায় আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মন্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং বলেন, ’ দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, আনন্দঘন ও নির্বিঘ্ন করতে পুলিশের প্রত্যেকটি সদস্য প্রস্তুত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে গুজব সৃষ্টি ও উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে অথবা অন্য কোন উপায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাতে না পারে সেদিকে সার্বক্ষণিক নজরদারি চলমান রয়েছে। মোতায়েনকৃত পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে ডিবি ও গোয়েন্দা শাখার সদস্যরা মাঠে কাজ করছে। এছাড়াও তিনি ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন‘।

এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোঃ আজম খান, ফরিদপুর কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদউজ্জামান, মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান, ফরিদপুরসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট